Tuesday, January 29, 2013

| চতুষ্পদী কষ্টগুলো… |৫৬-৬০|

.
| চতুষ্পদী কষ্টগুলো… |৫৬-৬০|
-রণদীপম বসু

(৫৬)
কী-বোর্ড টিপে টিপে যেটুকু ছড়াও ঘ্রাণ,
ভুলে যাও কেন, যন্ত্রের স্মৃতিকোষে সংখ্যা আর অক্ষরের বিন্যাস শুধু;
হৃদয়ের ঘ্রাণ পেতে যে শরীর জেগে ওঠে ভস্মস্তুপ থেকে
কেন তাকে বৃথা খোঁজো অন্তর্জালে, দু’পায়ে না মাখো যদি মৃত্তিকার ঘাম !
.


(৫৭)
স্বপ্নের কাসুন্দি ঘেঁটে লাভ নেই,
অক্ষরেরা পুড়ে গেলে ছাই নয়, পঙক্তি হয়।
সংসার পুড়িয়ে দিয়ে কিভাবে ভাবলে তুমি জিতে গেছো !
ফিরে দেখো, পায়ের নিচে সেই মাটি নেই আর, শুধু স্মৃতিভস্ম, ছাই।
.
(৫৮)
তুলি আর পেন্সিলে এতোকাল এঁকে গেছি তোমাকেই শুধু,
কই, কখনো ধরেছো হাতে পেন্সিল কিংবা তুলিমাখা জল ?
হাহ্ ! তুমিই বিভ্রম হবে আর সব তোমার ক্যানভাস !- 

এ  চাওয়া তোমারই থাক, এই তবে গুটালাম হাত।
.
(৫৯)
যাকে চাইলেই দুর্বোধ্য ছলনায় সরে যায় দূরে,
না-চাইলে তাকে সে-ই কেন হতে যায় বিষণ্ন বরফ !
তোমাকে না-পেলামই যদি ওগো দূরতম নিকটবাসী
চাওয়া আর না-চাওয়ার মধ্যিখানে রয়েছে কি আর কোনো আরাধ্য কূহক !
.
(৬০)
জীবনের জলচিহ্নে যতই মুগ্ধতা থাক্
আর্দ্রতার ভাপা কষ্টে কখনো শুকায় কি তা ?
যেভাবেই কাছে আসো, কী করে ভুলবো বলো
কিছু কিছু পাওয়াতেই জেগে ওঠে না-পাওয়ার ব্যথা !

(চলবে…)

[৫১-৫৫] [*] [৬১-৬৫]

No comments: