Monday, December 24, 2012

| উৎবচন…| ৩৮১-৩৯০ |


.
| উৎবচন…| ৩৮১-৩৯০ |
রণদীপম বসু
(৩৮১)
যে দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ,
সে দেশের সামরিক বা বেসামরিক বাহিনীর হাতে
বন্দুকের বদলে কি গোলাপফুল থাকে !
.
(৩৮২)
সংখ্যালঘুরা কোন মানুষ হয় না, হয় বিচিত্র কোন প্রাণী,
যাদের নিয়ে কেউ করুণা দেখায়, কেউবা রাজনীতি করে,
আর কেউ তাকে বানায় নির্মম শিকার !
.

(৩৮৩)
সাফল্যের আনন্দে অনিবার্য কর্তব্য ফেলে আগেভাগে কোন উচ্ছ্বাসে মাততে নেই,
কখনো কখনো তা সংশোধনের অযোগ্য ভুল হিসেবে
অন্তহীন আফসোসের কারণ হতে পারে।
.
(৩৮৪)
মুখ ও মুখোশের মধ্যকার মৌলিক পার্থক্যটা হলো-
কৃতকর্মের দায়কে অস্বীকার করতেই মুখোশের জন্ম ;
কিন্তু ব্যক্তির অস্তিত্বের সাথে মুখ অবিচ্ছেদ্য বলেই
সে কোন দায় অস্বীকার করতে পারে না।
.
(৩৮৫)
মানুষের যেটুকু সৃজনশীলতা, সেটুকুই তার যৌবন ;
যেটুকু উদ্যম, সেটুকুই তারুণ্য।
.
(৩৮৬)
প্রত্যেককেই তার নিজের সিস্টেমটা নিজেকেই তৈরি করে নিতে হয়,
নইলে সারাজীবন অন্যের পথ মারিয়েই চলতে হয় তাকে।
.
(৩৮৭)
কোন রাজনৈতিক আদর্শের সাথে ভিন্নমত পোষণ ও তার সমালোচনাকে যদি
নাগরিক অধিকার বলে স্বীকার করা হয়,
তাহলে ধর্মকে রাজনীতির মাঠে নামানোর কারণে সংশ্লিষ্ট ধর্মের সমালোচনা ও
বিরুদ্ধাচরণ করলে ধর্মের অবমাননা হয় কী করে !
.
(৩৮৮)
আলোচনা হলো আত্মচর্চা, আর সমালোচনা হলো পরচর্চা ;
এর বাইরে কিছু নেই।
.
(৩৮৯)
জীবন হলো একটা অর্থহীন প্রপঞ্চ,
মানুষের কাজ হলো তাকে অর্থময় করে তোলা।
.
(৩৯০)
গর্ব আর লজ্জার মতোই
স্থান-কালের সাপেক্ষে স্তর-ভিন্নতা ছাড়া
আশির্বাদ আর অভিশাপে পার্থক্য সামান্যই।

No comments: