.
| উৎবচন…| ৩৭১-৩৮০ |
রণদীপম বসু
রণদীপম বসু
…
(৩৭১)
জীবন হলো সেই অপঠিত বই
যার শেষ পৃষ্ঠা বলে কিছু নেই !
(৩৭১)
জীবন হলো সেই অপঠিত বই
যার শেষ পৃষ্ঠা বলে কিছু নেই !
.
(৩৭২)
ধর্ম মানেই সাম্প্রদায়িকতা-
এই সহজ কথাটা যারা বোঝে না, তারাই ধার্মিক;
আর যারা বুঝেও না-বোঝার দলে, তারা ভণ্ড ও বিপজ্জনক।
ধর্ম মানেই সাম্প্রদায়িকতা-
এই সহজ কথাটা যারা বোঝে না, তারাই ধার্মিক;
আর যারা বুঝেও না-বোঝার দলে, তারা ভণ্ড ও বিপজ্জনক।
.
(৩৭৩)
বোকারা শত্রুতা করে মাত্রাতিরিক্ত নিন্দায় ভাসিয়ে,
আর বুদ্ধিমানেরা শত্রুতা করে অতি-প্রশংসায় ডুবিয়ে।
প্রথমটি নিন্দনীয়, দ্বিতীয়টি ভয়ঙ্কর !
বোকারা শত্রুতা করে মাত্রাতিরিক্ত নিন্দায় ভাসিয়ে,
আর বুদ্ধিমানেরা শত্রুতা করে অতি-প্রশংসায় ডুবিয়ে।
প্রথমটি নিন্দনীয়, দ্বিতীয়টি ভয়ঙ্কর !
(৩৭৪)
বুদ্ধিমানদেরকে পদে পদে বহু সমস্যা মোকাবেলা করতে হয়।
কিন্তু বেআক্কেল হওয়ার সুবিধা হলো-
তারা যে বেআক্কেল, সেটাই তারা বোঝে না।
.
(৩৭৫)
যিনি কার্যকর পরামর্শ দিতে অপারগ,
তিনি দেন জ্ঞানগর্ভ উপদেশ।
বুদ্ধিমানদেরকে পদে পদে বহু সমস্যা মোকাবেলা করতে হয়।
কিন্তু বেআক্কেল হওয়ার সুবিধা হলো-
তারা যে বেআক্কেল, সেটাই তারা বোঝে না।
.
(৩৭৫)
যিনি কার্যকর পরামর্শ দিতে অপারগ,
তিনি দেন জ্ঞানগর্ভ উপদেশ।
.
(৩৭৬)
ভাষা থাকলেই সব শব্দ সবার অধিকারে থাকে না,
যেমন- ‘অবমাননা’।
যারা এমনিতেই অবনমিত, তাদের অবমাননাবোধ থাকতে নেই !
ভাষা থাকলেই সব শব্দ সবার অধিকারে থাকে না,
যেমন- ‘অবমাননা’।
যারা এমনিতেই অবনমিত, তাদের অবমাননাবোধ থাকতে নেই !
.
(৩৭৭)
ভণ্ডামির জন্ম বিশ্বাস থেকে,
স্পষ্টবাদী অবিশ্বাসীরা ভণ্ড হতে পারে না।
ভণ্ডামির জন্ম বিশ্বাস থেকে,
স্পষ্টবাদী অবিশ্বাসীরা ভণ্ড হতে পারে না।
.
(৩৭৮)
মুখোশের মুখের চাইতেও
মুখের আড়ালের মুখোশটাই অধিক ভয়ঙ্কর।
মুখোশের মুখের চাইতেও
মুখের আড়ালের মুখোশটাই অধিক ভয়ঙ্কর।
.
(৩৭৯)
ঘরে একাধিক স্ত্রী রেখে
যারা বাইরে মানবতার জন্য বুক ভাসিয়ে দেন,
তাদের কাছে মানবতা হলো ধর্ষণযোগ্য কৌতুকের বস্তু।
ঘরে একাধিক স্ত্রী রেখে
যারা বাইরে মানবতার জন্য বুক ভাসিয়ে দেন,
তাদের কাছে মানবতা হলো ধর্ষণযোগ্য কৌতুকের বস্তু।
.
(৩৮০)
অতীত হলো বর্তমানের জন্মসূত্র।
স্বর্ণালি অতীতকে কেউ ভুলে না,
মানুষ ভুলতে চায় তার আবর্জনাময় অতীতকে।
সততা হলো, অতীতকে মনে রেখেই নিজেকে পাল্টাতে হয়।
অতীত হলো বর্তমানের জন্মসূত্র।
স্বর্ণালি অতীতকে কেউ ভুলে না,
মানুষ ভুলতে চায় তার আবর্জনাময় অতীতকে।
সততা হলো, অতীতকে মনে রেখেই নিজেকে পাল্টাতে হয়।
No comments:
Post a Comment