Wednesday, November 14, 2012

| উৎবচন…| ৩৭১-৩৮০ |

 .
| উৎবচন…| ৩৭১-৩৮০ |
রণদীপম বসু

(৩৭১)
জীবন হলো সেই অপঠিত বই
যার শেষ পৃষ্ঠা বলে কিছু নেই !
 .
(৩৭২)
ধর্ম মানেই সাম্প্রদায়িকতা-
এই সহজ কথাটা যারা বোঝে না, তারাই ধার্মিক;
আর যারা বুঝেও না-বোঝার দলে, তারা ভণ্ড ও বিপজ্জনক।
 .
(৩৭৩)
বোকারা শত্রুতা করে মাত্রাতিরিক্ত নিন্দায় ভাসিয়ে,
আর বুদ্ধিমানেরা শত্রুতা করে অতি-প্রশংসায় ডুবিয়ে।
প্রথমটি নিন্দনীয়, দ্বিতীয়টি ভয়ঙ্কর !
 .
(৩৭৪)
বুদ্ধিমানদেরকে পদে পদে বহু সমস্যা মোকাবেলা করতে হয়।
কিন্তু বেআক্কেল হওয়ার সুবিধা হলো-
তারা যে বেআক্কেল, সেটাই তারা বোঝে না।
.
(৩৭৫)
যিনি কার্যকর পরামর্শ দিতে অপারগ,
তিনি দেন জ্ঞানগর্ভ উপদেশ।
 .
(৩৭৬)
ভাষা থাকলেই সব শব্দ সবার অধিকারে থাকে না,
যেমন- ‘অবমাননা’।
যারা এমনিতেই অবনমিত, তাদের অবমাননাবোধ থাকতে নেই !
 .
(৩৭৭)
ভণ্ডামির জন্ম বিশ্বাস থেকে,
স্পষ্টবাদী অবিশ্বাসীরা ভণ্ড হতে পারে না।
 .
(৩৭৮)
মুখোশের মুখের চাইতেও
মুখের আড়ালের মুখোশটাই অধিক ভয়ঙ্কর। 
 .
(৩৭৯)
ঘরে একাধিক স্ত্রী রেখে
যারা বাইরে মানবতার জন্য বুক ভাসিয়ে দেন,
তাদের কাছে মানবতা হলো ধর্ষণযোগ্য কৌতুকের বস্তু।
 .
(৩৮০)
অতীত হলো বর্তমানের জন্মসূত্র।
স্বর্ণালি অতীতকে কেউ ভুলে না,
মানুষ ভুলতে চায় তার আবর্জনাময় অতীতকে।
সততা হলো, অতীতকে মনে রেখেই নিজেকে পাল্টাতে হয়।

No comments: