| যে ডায়েরীটা লেখা হবে না আর…|৩৪|
-রণদীপম বসু
…
তারিখ: নেই (অনুমান এপ্রিল, ১৯৯৩)
…
মাঝে মাঝে কিছু কিছু সময় আসে হঠাৎ যুবকের অবাধ্য দেহটা ক্ষেপে ওঠে। মেয়েটির শরীরের প্রতি ইঞ্চি জমি চুমোয় চুমোয়, তীব্র আদরে আদরে একেবারে এলোমেলো করে দিতে ভীষণ ইচ্ছে করে। এ কি ভালোবাসা নামের মুদ্রার অপর পিঠ ? জানি না। তবে রক্তকে অস্বীকার করার, অবহেলা করার ক্ষমতা শরীরের নেই এটা বুঝি। তাই বুঝি শারীরিক উত্তাপ বিপরীতে আরেকটা শরীরের উত্তাপের জন্যে মাঝে মাঝে উন্মাদ হয়ে ওঠে। এই উন্মাদনার তুমি কী নাম দেবে জানি না রূপা। তবে এটা বাস্তব এবং ভয়ঙ্কর সত্যি বলেই দ্বিধাহীন প্রকাশ করছি। তুমি ভুল বুঝো না। যদি ভালোই বাসবে, জেনেশুনে ভালোবাসা উচিৎ নয় কি ? আমি তো জানি, যুবকের ভালোবাসা নিখাদ, অন্তত তার দৃষ্টিতে। সে সমগ্র অস্তিত্ব দিয়ে, তার গোটা সত্তা দিয়েই ঐ নারীকে ভালোবাসে। এতে কোন ভুল নেই।
কিন্তু রূপা, মেয়েটির ভালোবাসার রূপ, এর অন্তর্নিহিত রূপ কেমন, ঐ যুবকের কাছে যে তা কুয়াশা এখনো !
…
(চলবে…)
…
পর্ব:[৩৩] [*] [৩৫]
…
…
(চলবে…)
…
পর্ব:[৩৩] [*] [৩৫]
No comments:
Post a Comment