.
| চতুষ্পদী কষ্টগুলো… |৪১-৪৫|
-রণদীপম বসু
…
(৪১)
ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়িয়েছো এতোটা কাছে-
আড়ষ্ট আঙুলে ঠোঁটে পারি নি ছুঁতে ওই অচেনা তোমায় !
যখনি হারালে দূরে, পেয়ে যাই আলিঙ্গনে-
অতনু দেহের ঘ্রাণ সিঁদ কেটে ঢুকে যায় চৈতন্যের ঘরে !
.
(৪২)
দেখে নিয়ো একদিন আকাশটা গুঁজে দিয়ে বুকে
হাত দুটো ডানা করে ঝাঁপ দেবো নীলে !
শূন্যতার ভার আকাশও না-বয় যদি-
তোমার গণ্ড ছুঁয়ে অতঃপর বৃষ্টিই হবো।
.
(৪৩)
এই হাত ছুঁয়ে দিলে যেদিন-
বুঝলে কি, একরাশ দৈন্যই হয়েছে তোমার ?
আমার দর্প তো তুমিই স্বয়ং-
আশ্চর্য বিভায় যা করেছো প্রমাণ !
.
(৪৪)
বাহিরঘরে ছিলো কে এক, ভেতরঘরে তুমি
অদল-বদল হও কে কখন- কী করে তা জানি !
ভেতরে যাই তোমায় ছুঁতে- দু’হাতে পাই তাঁকে,
আবার যখন বাইরে ফিরি- সে-ই দাঁড়িয়ে থাকে !
.
(৪৫)
রাখাল গরুর পাল নেবেই মাঠে-
ওটাই আরাধ্য তার।
প্রণয়ের কষ্ট-চিহ্ন দেবোই ঠোঁটে-
নইলে কী করে আর প্রেমিক হলাম।
.
…
(চলবে…)
…
[৩৬-৪০] [*] [৪৬-৫০]
…
| চতুষ্পদী কষ্টগুলো… |৪১-৪৫|
-রণদীপম বসু
…
(৪১)
ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়িয়েছো এতোটা কাছে-
আড়ষ্ট আঙুলে ঠোঁটে পারি নি ছুঁতে ওই অচেনা তোমায় !
যখনি হারালে দূরে, পেয়ে যাই আলিঙ্গনে-
অতনু দেহের ঘ্রাণ সিঁদ কেটে ঢুকে যায় চৈতন্যের ঘরে !
.
(৪২)
দেখে নিয়ো একদিন আকাশটা গুঁজে দিয়ে বুকে
হাত দুটো ডানা করে ঝাঁপ দেবো নীলে !
শূন্যতার ভার আকাশও না-বয় যদি-
তোমার গণ্ড ছুঁয়ে অতঃপর বৃষ্টিই হবো।
.
(৪৩)
এই হাত ছুঁয়ে দিলে যেদিন-
বুঝলে কি, একরাশ দৈন্যই হয়েছে তোমার ?
আমার দর্প তো তুমিই স্বয়ং-
আশ্চর্য বিভায় যা করেছো প্রমাণ !
.
(৪৪)
বাহিরঘরে ছিলো কে এক, ভেতরঘরে তুমি
অদল-বদল হও কে কখন- কী করে তা জানি !
ভেতরে যাই তোমায় ছুঁতে- দু’হাতে পাই তাঁকে,
আবার যখন বাইরে ফিরি- সে-ই দাঁড়িয়ে থাকে !
.
(৪৫)
রাখাল গরুর পাল নেবেই মাঠে-
ওটাই আরাধ্য তার।
প্রণয়ের কষ্ট-চিহ্ন দেবোই ঠোঁটে-
নইলে কী করে আর প্রেমিক হলাম।
.
…
(চলবে…)
…
[৩৬-৪০] [*] [৪৬-৫০]
…
No comments:
Post a Comment