Friday, September 7, 2012

| উৎবচন…| ৩৬১-৩৭০|

 .
| উৎবচন…| ৩৬১-৩৭০|
রণদীপম বসু
 
(৩৬১)
মগজের ভেতরে গেঁথে দেয়া শব্দগুলোই
একটু এদিক-ওদিক করে সারাজীবন আওড়ে যাই আমরা;
খুব কম মানুষই থাকেন যাঁরা নতুন কথা বলতে পারেন।
 .
(৩৬২)
মানুষ প্রতিদিন বাঁচে না,
বাঁচার মন্ত্রটা খুঁজতে খুঁজতেই ফুরিয়ে যায়।
 .
(৩৬৩)
জনপ্রিয়তা হলো আগুনের মতো,
যা অন্য সব প্রিয়তাকে খেয়ে ফেলে।
 .
(৩৬৪)
একটি স্বাধীন সিদ্ধান্ত
অনেকগুলো অধীনতার ফাঁস কেটে দিতে পারে।
 .
(৩৬৫)
প্রয়োজনের অতিরিক্ত বিনয় মেরুদণ্ডহীনতার প্রকাশ,
ব্যক্তিত্ববানদের কাছে যা বিরক্তিকর।
 .
(৩৬৬)
‘দেশকে আমি কী দিয়েছি ?’-
এই প্রশ্নটা যাঁর ভেতর থেকে জাগ্রত হয়
তিনিই দেশপ্রেমিক।
 .
(৩৬৭)
প্রত্যেকেই মনে করেন অন্যের কাছে তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি;
কিন্তু কেউ এটা মনে করেন না যে-
তিনিও অন্য সবাইকে যথাযথ মূল্যায়ন করেন নি।
 .
(৩৬৮)
বই পড়ার প্রকৃত মাহাত্ম্য হলো
নিজেকে রোমন্থন করা।
 .
(৩৬৯)
সেই ভুল শোধরাতে নেই
যার একটা নির্দিষ্ট মাহাত্ম্য তৈরি হয়ে যায়।
 .
(৩৭০)
লিখতে না জানলে ভাষার শুদ্ধতা আসে না।

No comments: